
প্রকাশিত: Sun, Feb 18, 2024 11:49 AM আপডেট: Tue, Jul 1, 2025 8:38 PM
[১]পাকিস্তান নির্বাচনে কারচুপির দায় স্বীকার করে পদত্যাগ করেছেন রাওয়ালপিন্ডির কমিশনার [২]অভিযোগ প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান বিচারপতির বিরুদ্ধে
ইমরুল শাহেদ: [৩] রাওয়ালপিন্ডির কমিশনার লিয়াকত আলী চাট্টা বলেছেন, স্বতন্ত্র প্রার্থী যারা বিপুল ভোটের ব্যবধানে জয়ী হচ্ছিলো, তাদেরকে পরাজিত হতে বাধ্য করা হয়েছে। নির্বাচন কমিশন অভিযোগ অস্বীকার করে বলেছে, এই নিয়ে তদন্ত করা হবে। সূত্র: ডন
[৪] তিনি বলেন, আমি সমস্ত অন্যায়ের দায় নিচ্ছি। শুধু আমি নই, প্রধান নির্বাচন কমিশনার এবং প্রধান বিচারপতিও এর সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত।
[৪.১] রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমকর্মীদের তিনি বলেছেন, তার উপর প্রবল ‘চাপ’ ছিল। তার তখনই আত্মহত্যা করার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। পরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, বিষয়টা তিনি জনগণের সামনে নিয়ে আসবেন।
[৫] তিনি বলেন, আমলাতন্ত্রের কাছে আমার অনুরোধ এই সমস্ত রাজনীতিবিদদের জন্য কিছু ভুল করবেন না।’
[৬] রাওয়ালপিন্ডি কমিশনার লিয়াকত আলী চাট্টার অভিযোগ নিরপেক্ষ তদন্তের জন্য নির্দেশ দিয়েছেন তত্ত্ববধায়ক সরকারের পাঞ্জাব মুখ্যমন্ত্রী মহসিন নকবি। তদন্তের জন্য উচ্চ পর্যায়ের একটি কমিটি গঠনেরও নির্দেশ দেন তিনি। তিনি বলেন, আসলে কী ঘটেছে সেটা সামনে আনা প্রয়োজন।
[৭] এদিকে গুজব রটে যে, এসব কথা বলার পর চাট্টাকে গ্রেপ্তার করা হয়েছে। এ ব্যাপারে রাওয়ালপিন্ডির সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (অপারেশনস) কামরান আসগর গণমাধ্যমকে বলেছেন, তাকে এখনো গ্রেপ্তার করা হয়নি। তিনি বলেন, একজনের বিরুদ্ধে মামলা না থাকলে আমরা কিভাবে তাকে গ্রেপ্তার করব।
[৮] ৮ ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকেই নির্বাচনে কারচুপির অভিযোগ করে আসছিল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এবং আরো বেশ কয়েকটি দল। অন্তত ৮৫টি আসনে ভোট জালিয়াতি হয়েছে বলে দাবি করেছে পিটিআই। দলটির কেন্দ্রীয় তথ্য সেক্রেটারি রওফ হাসান বলেছেন, দল ও প্রার্থীদের বিরুদ্ধে ‘সবচেয়ে বড় ভোট জালিয়াতির’ কারণে দেশের ইতিহাসে ২০২৪ সালকে মনে রাখা হবে।
[৯] ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে রওফ বলেন, ‘হিসাব অনুযায়ী ১৭৭টি আসন আমাদের পাওয়ার কথা ছিল। তার মধ্যে আমরা পেয়েছি মাত্র ৯২টি আসন। আমাদের থেকে ৮৫টি আসনই জালিয়াতি করে কেড়ে নেওয়া হয়েছে।’ তার দল এ বিষয়ে সাংবিধানিক ও আইনি পদক্ষেপ নিচ্ছে বলেও জানিয়েছেন তিনি। দাবি প্রমাণের জন্য পিটিআইয়ের সেমাবিয়া তাহির নির্বাচনে কারচুপির একটি ভিডিও প্রমাণও দেখিয়েছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
